Monday, December 24, 2018




 1। প্রথমে আমাদের কে পিসির সাথে দেওয়া একটি মাদারবোর্ডের ডিস্ক পিসিতে ডুকিয়ে ইনস্টল করে নিতে হবে।এবং সে ডিস্কটিতে থাকা সবগুলো সফটওয়ার ইনস্টল করে নিতে হবে।

2। তারপর ভালোমানের একটি এন্টিভাইরাস ইনস্টল করে সব ডাইবগুলো স্কান করে নিতে হবে।

3। পিসিতে অটোরান চালু করতে হবে।
তারপর আমাদের কাজের প্রয়োজনীয় সফটওয়ার ইনস্টল করতে হবে। যেমন,
মজিলা ফায়ার , গুগল ক্রম, অপারা, ফটোশপ, এমএস ওয়াড 2007, 2003, বিজয় বায়ান্ন, ।

উইনডোজ সেটাপ দেওয়ার পর নেটের লাইন নাও থাকতে পারে সেটার জন্য ভয় পাবার কোন কারন নে। পিসির সাথে দেওয়া মাডারবোড ডিস্ক পিসিতে ডুকিয়ে ল্যান ড্রাইভ নামে একটি সফটওয়ার থাকবে একদম নিচের দিকে সেটিকে ইনস্টল করে রেষ্টার দিলে আবার পুনরায় নেটের লাইন ফিরে পাবে।

তারপর কাজ করার জন্য সফটওয়ার ডাউনলোড করতে হবে। যেমন, পিন্টার ইপসন ক্যানন হলে তার প্রিন্টার ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। একইভাবে যতগুলো দিয়ে কাজ করবেন একইভাবে ড্রাইভাগুলো ইনস্টল করে নিতে হবে। আমারা কিভাবে সব কাজের সফটওয়ার ডাউনলোড করবেন তার জন্য আমি লিঙ্ক দিয়ে দিবো। সেখান থেকে আপনারা আপনাদের কাজের সফটওয়ার নামিয়ে নিয়ে ইনস্টল করে নিবেন।

আপনারা যদি আমার লেখা পড়ে একটু উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট শেয়ার করবেন। এবং আরো নতুন কোন সমস্যার সম্মক্ষিন হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাহ্ আল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ।


 


2 comments:

Problem solving said...

ই্নডোজ 7 সেটাপ করতে প্রথমে কি কি করতে হবে।
আর 1 নং ডিস্ক কোতায় ফাবো

Problem solving said...

ভাই ইউনডোজ সেটাপ দেওয়ার পর কি কি করব বলবেন প্লিঝ